হোম > সারা দেশ > নীলফামারী

ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

নীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, উত্তরা ইপিজেডের বেপজার নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলার সাটারিং খুলতে গিয়ে ছাদ থেকে বেলাল নামের ওই শ্রমিক নিচে পড়ে যান। এতে তিনি বুকে ও মাথায় গুরুতর আহত হয়।

এ সময় অন্যান্য শ্রমিকেরা বেলালকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, উত্তরা ইপিজেডে বেপজার নির্মাণাধীন ভবনটির কাজ করছিল ‘সিবিএল’ নামক একটি প্রতিষ্ঠান। ওই কোম্পানির ইঞ্জিনিয়ার কামাল হোসেনের ৪ জন শ্রমিক ভবনটির ষষ্ঠ তলার ছাদের সাটারিং খুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইভায় ধরা খেলেন দুই পরীক্ষার্থী

পলিনেট হাউসে কৃষিতে নতুন দিগন্ত, বছরে সোহেলের লাভ ১০ লাখ টাকা

রেলের জমি দখল করে ভবন, সাবেক কাউন্সিলর-প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বাবার বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল নারীর

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী ডিমলার একাদশী

সৈয়দপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত