হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে মাংস কাটতে গিয়ে হাত-পায়ে কোপ, হাসপাতালে গেছেন ৩৯ জন

নীলফামারী প্রতিনিধি

সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে যান আহতরা। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর সৈয়দপুরে কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে আহত অন্তত ৩৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার বই (রোগীর তথ্য বই) থেকে এ তথ্য মিলেছে। তবে প্রকৃত আহতের সংখ্যা এর চেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। কারণ অনেকে হাসপাতালের বদলে স্থানীয় চিকিৎসকের কাছে গেছেন।

আহতদের বেশির ভাগই হাত-পায়ের আঙুলসহ শরীরের বিভিন্ন অংশ কেটে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। এর মধ্যে গরুর হাড় কাটতে গিয়ে নাজমুল হক (৪৪) নামের এক ব্যক্তির বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল চাপাতির কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে। নাজমুল সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী হাটের সমসের আলীর ছেলে।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দিন উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় অসংখ্য কোরবানির পশু জবাই করা হয়েছে। এসব পশু জবাই ও মাংস কাটতে গিয়ে মৌসুমি কিছু কসাই ও পরিবারের সদস্যরা হাতে-পায়ে ধারালো ছুরির আঘাতে আহত হন। তাঁদের মধ্যে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে ৩৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে শহরের কয়ানিজপাড়ার মাসুম মিয়া জানান, কাঠের গুঁড়িতে মাংস রেখে কাটার সময় পায়ে কোপ পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর পায়ে সেলাই দেওয়া হয়েছে। চিরিরবন্দর উপজেলার চৌধুরী হাটের নাজমুল হক জানান, দুপুরে কোরবানি দেওয়ার পর গরুর মাংস কাটার সময় অসাবধানতাবশত চাপাতির কোপে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করে চিকিৎসা নিতে হয়েছে।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হাইয়ুল কবির আজকের পত্রিকাকে জানান, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ৩৯ জন রোগী হাসপাতালের জরুরি বিভাগে এসে চিকিৎসা নিয়েছেন। তাঁরা সবাই কোরবানির মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বাকিদের কারও অবস্থাই গুরুতর নয় বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ছাড়া একই দিনে বিভিন্ন স্থানে মোটরসাইকেল, অটোরিকশা থেকে পড়ে গিয়ে ১৫ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

ডিমলায় সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইভায় ধরা খেলেন দুই পরীক্ষার্থী

পলিনেট হাউসে কৃষিতে নতুন দিগন্ত, বছরে সোহেলের লাভ ১০ লাখ টাকা

রেলের জমি দখল করে ভবন, সাবেক কাউন্সিলর-প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বাবার বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল নারীর

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী ডিমলার একাদশী

সৈয়দপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত