হোম > সারা দেশ > নীলফামারী

তিস্তা সেচ খালে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে: আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি

‘ভরব মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’—স্লোগানে নীলফামারীতে নানা আয়োজনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।

আজ বুধবার সকালে এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান এবং সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও মাছচাষি আফজাল হোসেন বক্তব্য দেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম। আলোচনা সভা শেষে সফল তিন মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘তিস্তা সেচ খাল মাছ চাষের জন্য বিরাট ভূমিকা পালন করতে পারে। এই খালে মাছ চাষ করা হলে জেলেরা যেমন উপকৃত হবেন, তেমনি মাছের স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও যেতে পারে। তিস্তা খালে মাছ চাষের জন্য স্থানীয়দের আগ্রহ রয়েছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে কথা বলে উদ্যোগ নেওয়া হবে।’ 

পরে নীলফামারী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য দেন আসাদুজ্জামান নূর। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক ও নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম এতে বক্তব্য দেন।

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা