হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কোনো কোনো পাম্পে অকটেন বিক্রি হয়েছে ২০০ টাকা লিটারে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিছু পাম্পে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামেও বিক্রি হয়েছে তেল। শুধু মোটরসাইকেল ব্যবহারকারীই নন, অনেকে বোতল, গ্যালনেও তেল নিয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন তেলের পাম্প ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। প্রায় প্রতিটি পাম্পের দৃশ্যই এক। 

মোটরসাইকেল ও গাড়ির চালকেরা জানান, রাতে তেলের দাম বাড়ায় পাম্পগুলো তেল বিক্রি বন্ধ করে দেয়। এতে করে মহাসড়কে চলাচল করা অনেক মোটরসাইকেল ও গাড়ির চালক বিপাকে পড়েন। অনেকে নির্ধারিত যে দাম বেড়েছে, তার চেয়ে বেশি দাম রেখেছেন। কোনো কোনো পাম্প ২০০ টাকা লিটারে তেল বিক্রি করেছে। তাঁরা জানান, এ সময় অনেকেই বোতল, গ্যালনেও তেল কিনেছেন।

চট্টগ্রাম থেকে ঢাকামুখী মোটরসাইকেলচালক লিটন আহমেদ জানান, চিটাগাং রোডের দিকে এসে তেল শেষ হয়ে যায়। পাম্পগুলো তেল দিচ্ছিল না। পরে এক পাম্পে ২০০ টাকা দিয়ে এক লিটার অকটেন কিনেছি। 

এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ১১টা থেকে পাম্পে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়তে থাকে। প্রথমে কয়েকটা মোটরসাইকেলে তেল দিলেও পরে বন্ধ করে দেওয়া হয়। পরে মোটরসাইকেলচালকের তোপের মুখে পাম্পের লোকেরা পাম্পে তালা দিয়ে চলে যান। 

চাষাঢ়ায় মাইক্রোচালক সেলিম মিয়া জানান, সাড়ে ১১টা থেকে বসে ছিলাম তেল পাইনি। পরে মহাসড়কের এক পাম্প থেকে ২০০ টাকা লিটারে অকটেন কিনেছি। 

এদিকে এ ব্যাপারে জানতে চাইলে কোনো পাম্পের কর্মকর্তা-কর্মচারী কথা বলতে রাজি হননি। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ‘আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। কেউ অভিযোগ দিলে আমরা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেব।’ 

এদিকে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বাড়ানোর পর ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা