হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাবার বাড়ি থেকে ইরা আক্তার(২৪) নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮ দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ সিংগারডাক এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ইরার স্বামী মো. হোসেন একজন পুলিশ কনস্টেবল। বর্তমানে সে শিল্প পুলিশে আশুলিয়া থানা এলাকায় কর্মরত আছেন। 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর আগে সিংগারডাক এলাকার বাসিন্দা ইরা আক্তারের সঙ্গে একই উপজেলার চিত্রকোট ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা মো. হোসেনের বিয়ে হয়। অভাবের তাড়ানায় ইরা আক্তার এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাবার বাড়িতে বসত ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। 

সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাছির উদ্দিন শেখ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারণা করছি এবং যতটুকু জানতে পেরেছি ইরা আক্তার অনেক টাকা ঋণ গ্রস্ত ছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে হয়তো তিনি আত্মহত্যা করেছেন। তবে এ নিয়ে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

সিরাজদিখানে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলি-মাদক উদ্ধার

এলপি গ্যাসের অতিরিক্ত দাম রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: হাদি হত্যার বিচার নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে তিন দুর্ঘটনা, আহত ২০

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন আটক

গণভোটের প্রচারণায় মুন্সিগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’