হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

গজারিয়ায় বারান্দা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় সালেহা বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের ভাড়া বাসার বারান্দা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সালেহা বেগম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজড়াহাটি গ্রামের জামাদুল ইসলামের প্রথম স্ত্রী। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের মেয়ে আঁখি আক্তার বলেন, ‘প্রায় তিন বছর আগে আমি এবং আমার স্বামী আকরাম কাজের সন্ধানে গজারিয়া উপজেলায় চলে আসি। আমরা তেতৈতলা গ্রামে মৃত আরব আলী মাস্টারের ছেলে ডা. শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। এখানে আসার কিছুদিন পর খবর পেলাম আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পরিবারে ঝামেলা হতে থাকে এবং আমার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।’

তিনি আরও বলেন, ‘প্রায় দুই বছর আগে আমি আমার মা এবং দুই ভাইকে আমাদের এখানে নিয়ে আসি। মা বাসায় থাকত, আর দুই ভাই স্থানীয় আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজ করত। গতকাল রাতে আমার দুই ভাই হাসান ও বিজয় কাজে ছিল। বাসায় আমি, আমার স্বামী এবং মা ছিলাম। আজ সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা স্ট্যান্ডের সঙ্গে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আশপাশের লোক এবং পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।’

ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

সিরাজদিখানে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলি-মাদক উদ্ধার

এলপি গ্যাসের অতিরিক্ত দাম রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: হাদি হত্যার বিচার নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে তিন দুর্ঘটনা, আহত ২০

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন আটক

গণভোটের প্রচারণায় মুন্সিগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নারীসহ আহত ৬