হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় শিশু ধর্ষণ: আদালত চত্বর ছেড়ে দিয়ে মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

মাগুরা প্রতিনিধি 

মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে আসামিদের ফাঁসির দাবিতে ভায়না মোড়ে মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে আসামিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভের পর এবার মাগুরা-ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত ছাত্র-জনতা।

আজ রোববার বেলা ১১টার দিকে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা। বিক্ষোভকারীদের মধ্যে সংগঠক মো. সেলিম মিয়া বলেন, ‘আসামিদের অবিলম্বে ফাঁসির দাবি করছি আমরা। ফাঁসি না দিয়ে আমরা ঘরে ফিরব না।’

এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধি সাদিয়া ইসলাম বলেন, ‘নারীর ওপর এমন নির্যাতন আমরা সইব না। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে আমরা পথে থাকব।’

বিক্ষোভকালে সেনাবাহিনীর সদস্যরা আদালত চত্বর ঘিরে রাখেন। তাঁরা ছাত্র-জনতাকে আইনের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান। দুপুরে আদালতের সামনের সড়কে ছাত্ররা জোহরের নামাজ আদায় করেন।

এরপর বেলা ২টার দিকে সেনাবাহিনীর অনুরোধে সেখান থেকে বিক্ষোভকারীরা চলে যান মাগুরা শহরের ভায়না মোড়ে। সেখানে গিয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় বিক্ষোভের অন্যতম নেতৃত্বদানকারী সাদিয়া বলেন, ‘আমাদের দাবি ধর্ষকদের ২৪ ঘণ্টার ভেতরে ফাঁসি দেওয়া। তা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি না হওয়ায় এখনো কোনো নির্দেশনা তিনি আদালত থেকে পাননি।

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

চোখে টর্চের আলো ফেলায় ১ জনকে পিটুনি, হাসপাতালে মৃত্যু