মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত এই স্থাপনাটি এখন জনসাধারণের কোনো কাজেই আসছে না। রক্ষণাবেক্ষণের অভাব ও অযত্নে এটি এখন উল্টো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।
জানা যায়, সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬ লাখ ২৮ হাজার ২৯১ টাকা ব্যয়ে এই পাবলিক টয়লেটটি নির্মাণ করা হয়। ২০২৩ সালের ৩০ জুন তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটির উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের পর থেকেই পাবলিক টয়লেটে তালা ঝুলছে। গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে স্থানীয়দের সহায়তায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডলের উদ্যোগে এটি চালু করা হয়। তবে সে উদ্যোগও মাস তিনেকের বেশি স্থায়িত্ব পায়নি।
সরেজমিন দেখা যায়, ভবনের চারপাশ ও প্রবেশপথে প্লাস্টিক, পলিথিনসহ বর্জ্যের স্তূপ জমে আছে। যে স্থাপনাটির মাধ্যমে পরিচ্ছন্নতা নিশ্চিত করার কথা ছিল, সেটিই এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। সাধারণ মানুষ টয়লেটটি ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দূরদূরান্ত থেকে আসা পথচারী ও নারীরা পড়ছেন চরম বিপাকে।
সরকারি সম্পত্তি এভাবে অবহেলায় পড়ে থাকা এবং ভাগাড়ে পরিণত হওয়াকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা হিসেবে দেখছেন সচেতন মহল। ঐতিহ্যবাহী একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশদ্বারের পাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ বিদ্যালয়ের পরিবেশকেও কলুষিত করছে। যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এই পাবলিক টয়লেটটি দ্রুত সচল করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. শাহনূর জামান জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।