হোম > সারা দেশ > খুলনা

‘সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় বাসটি’ 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইমাদ পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটির সামনের চাকা ফেটে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারায় বলে জানিয়েছেন পরিবহনটির খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাকির হোসেন।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, বাসটিতে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। বাকি যাত্রীর প্রায় সবাই গুরুতর আহত হয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিবহনের অধিকাংশ যাত্রী গোপালগঞ্জ এলাকার ছিলেন বলে জানা গেছে।

ইমাদ পরিবহনের খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাকির হোসেন আজকের পত্রিকা বলেন, ‘ইমাদ পরিবহনের বাসটি রোববার সকাল ৮টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার ঢাকাগামী লেনে চলন্ত অবস্থায় সামনের একটি টায়ার ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৪ মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।’ 

জাকির আরও বলেন, ‘রোববার ভোর ৪টায় খুলনার ফুলতলা থেকে প্রথমে কিছু যাত্রী নিয়ে নগরীর রয়্যাল মোড়ের কাউন্টারের সামনে আসে। সেখান থেকে আরও কিছু যাত্রী নিয়ে ভোর ৪টা ৪০ মিনিটে ছেড়ে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড কাউন্টার থেকে আরও যাত্রী নিয়ে ৫টা ৫ মিনিটে খুলনা ত্যাগ করে। বাকি অধিকাংশ যাত্রী গোপালগঞ্জ এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে উঠেছিলেন।’ 

জাকির হোসেন আরও বলেন, ‘৪০ সিটের বাসটি যাত্রীতে প্রায় পূর্ণ ছিল। খালি ছিল তিন-চারটি। শুনেছি, এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১৯ জন মারা গেছে। বাকিরা আহত হয়েছেন। তাঁদের হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এর মধ্যে খুলনার কতজন যাত্রী আছেন, তা এখনো জানতে পারিনি। তবে খুলনা থেকে মোট ১৭ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।’ 

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাকির হোসেন নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেননি। 

এ বিষয়ে নগরীর বিভিন্ন বাসযাত্রীর অভিযোগ, ইমাদসহ বেশ কয়েকটি পরিবহনের বাস পুলিশকে ম্যানেজ করে হাইওয়ে ও এক্সপ্রেসওয়েতে ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে চলাচল করে। এর ফলে যেকোনো সময় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারই ফল রোববারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

আরও খবর পড়ুন:

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে