শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজকের পত্রিকা'কে বলেন, যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাঁরা ‘শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে’ আসন্ন ঈদুল আজহার আগেই পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা চাইছেন।
অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন, তাঁরা নিজেদের নানা ‘বৈষম্যের’ কথা তুলে ধরেন।
আরও খবর পড়ুন: