হোম > সারা দেশ > ঢাকা

‎ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত

‎আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় আজ সোমবার রাত ১১টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

ঘটনাস্থলের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রাত সাড়ে ৯টা থেকে উত্তরা পশ্চিম থানার পুলিশের একাধিক দল বাড়িটি ঘেরাও করে রয়েছে। সর্বশেষ রাত ১২টা ৬ মিনিটে তুরিন আফরোজকে বাড়ি থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ

গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানায় এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, ‘ব্যারিস্টার তুরিন আফরোজকে আমরা গ্রেপ্তার করেছি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পশ্চিম থানার একাধিক টিম অভিযানটি পরিচালনা করে।’

ডিসি বলেন, ‘তাঁর বিরুদ্ধে আমাদের উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। গত ২৭ মার্চ ওই মামলা রুজু হয়। মামলাটি হত্যার উদ্দেশ্যে আব্দুল জব্বার (২১) নামের এক ছাত্রকে গুলিবিদ্ধ করে মারাত্মকভাবে আহত করার অভিযোগে করা হয়। ঘটনার পরিকল্পনায় ছিলেন তুরিন আফরোজ।’

ডিসি মহিদুল ইসলাম বলেন, ‘ওই মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মামলাটির ৩০ নম্বর আসামি তিনি। আগামীকাল (মঙ্গলবার) তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।’

মহিদুল ইসলাম বলেন, ‘এ ছাড়া নীলফামারী জেলায়ও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানতে পেরেছি।’

গ্রেপ্তারকালে জব্দকৃত মালামাল প্রসঙ্গে জানতে চাইলে ডিসি মজিদুল ইসলাম বলেন, ’ তাঁর মোবাইল ফোন চেক করে আমরা দেখতে পেয়েছি, তাঁর ফেসবুক থেকে সরকারবিরোধী অনেক পোস্ট রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।’

‎এর আগে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকা'কে বলেন, সোমবার রাতে উত্তরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বাসায় অভিযান চালানো হয়। তাঁকে আটক বা গ্রেপ্তারের জন্যই এই অভিযান চলে। তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারিতে একাধিক মামলা রয়েছে।

‎গত ৫ অগাস্ট গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্য, আওয়ামীলীগের ঘনিষ্ঠ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পুলিশসহ অনেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন।

‎‎সরকারের পতনের আট মাসের মাথায় গ্রেপ্তার করা হয় আইনজীবী তুরিন আফরোজকে।

আরও খবর পড়ুন:

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই