রাজধানীর মাতুয়াইলে সাদ্দাম মার্কেটের সামনে একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ জেলার এক বাসযাত্রীর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বদেশ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। তবে কারা বাসটিতে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর সময় বাসে কোনো যাত্রী ছিল না।
গতকাল শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত সমাবেশ থেকে দেওয়া ঘোষণা অনুযায়ী ঢাকার প্রবেশপথে অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা। মাতুয়াইল এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে।
আরও পড়ুন: