হোম > সারা দেশ > ঢাকা

উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় ফয়েজ আহমদের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর এক শিক্ষার্থী বোতল নিক্ষেপ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। গতকাল বুধবার মধ্যরাতে ফেসবুক পোস্টে এ নিন্দা জানান তিনি।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, “’৭১ প্রশ্নটি আপসযোগ্য নয়—এমন সৎ উচ্চারণের কারণে মাহফুজ আলমের ওপরে বর্বর ভাষায় আক্রমণ হয়েছে। তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রতীকী পশু বলি দেওয়া হয়েছে। এমন জঘন্য কাজের পরে আজ তাঁর ওপর টার্গেটেড হামলা হয়েছে। সরাসরি মাথায় এ রকম হামলা ব্যক্তির মৃত্যুর কারণ ঘটাতে পারে বলেই বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানাচ্ছেন।”

বিশেষ সহকারী আরও লেখেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সর্বজন শ্রদ্ধেয় ছাত্রনেতা এবং একই সঙ্গে আমার সম্মানিত সহকর্মী হিসেবে, তাঁর ওপর ক্রমাগত আক্রমণ হামলা এবং হত্যাচেষ্টার নিন্দা জানাই।”

প্রসঙ্গত, বুধবার রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনের বিষয়ে কথা বলার সময় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুড়ে মারার ঘটনা ঘটে।

বোতল নিক্ষেপের ঘটনার পর মাহফুজ আলম বলেন, “যারা আমার সঙ্গে জুলাই আন্দোলন করেছে, তারা এ হামলা করেনি। হামলা করেছে যারা এ আন্দোলনে ছিল না। আমরা শুধু এতটুকু বলতে চাই, আজকে থেকে ‘চল চল যাই যমুনায় যাই’ কর্মসূচি আর হতে দেওয়া হবে না। এই রাজনীতি আমরা আর হতে দেব না। আমরা এক্ষেত্রে শক্ত ভূমিকায় উত্তীর্ণ হব। শিক্ষার্থীদের ভেতরে যারা এ কর্মকাণ্ড করেছে, তারা অনেক ভুল করেছে। তারা সাবোটাজ করার অভিপ্রায় নিয়ে এখানে এসেছে। শিক্ষার্থীদের উচিত তাদের আলাদা করে রাখা এবং তাদের চিহ্নিত করার ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করা।”

আরও খবর পড়ুন:

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি