হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হাশেমসহ ৮ আসামি চার দিনের রিমান্ডে

বন্দর প্রতিনিধি

সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া কারখানা মালিক আবুল হাশেম ও তাঁর চার ছেলে সহ আট জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এর আগে বিকেল ৫টায় তাদের আদালতে প্রেরণ করে জেলা গোয়েন্দা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে আদালতের পরিদর্শক আসাদুজ্জামান বলেছেন, অভিযুক্ত আট আসামিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

গত শুক্রবার রাতে অভিযুক্তদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারকৃতরা হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেম (৭০), তাঁর ছেলে হাসীব বিন হাশেম (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩) ও তানজিম ইব্রাহীম (২১)। 

একই মামলার অন্যান্য আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেন শাহ আজাদ (৪৩), হাশেম ফুডস লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রশীদ (৫৪), হাশেম ফুডস লিমিটেডের অ্যাডমিন মো. সালাউদ্দিন (৩০)।

আরও পড়ুন:

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন