হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের টিকিট টাচ করে ৫০ মিনিটের বেশি অপেক্ষা করলেই জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেলের টিকিট বা এমআরটি পাস টাচ করার পর নির্ধারিত সময়ের বেশি স্টেশনে অপেক্ষা করলে জরিমানা গুনতে হবে যাত্রীদের। ঘণ্টাপ্রতি ১০ টাকা হারে জরিমানা গুনতে হবে যাত্রীদের। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া এই তথ্য জানান।

জাকারিয়া জানান, মেট্রোরেলের স্টেশনে দুই ধরনের স্থান রয়েছে। একটি পরিশোধিত এলাকা (পেইড এরিয়া) ও অপরিশোধিত (আনপেইড এরিয়া)। আনপেইড এরিয়ায় কয়েক ঘণ্টা থাকলেও যাত্রীদের জরিমানা গুনতে হবে না। তবে টিকিট বা পাস টাচ করার পর ভেতরে ৫০ মিনিটের বেশি অপেক্ষা করলেই ঘণ্টাপ্রতি ১০ টাকা অতিরিক্ত টাকা গুনতে হবে। আর মেট্রোরেল যখন মতিঝিল পর্যন্ত চলাচল করবে তখন যাত্রী টিকিট টাচ করার পর একটি স্টেশনে ১০০ মিনিট দাঁড়ানোর সুযোগ পাবে। এর অতিরিক্ত সময় অপেক্ষা করলে জরিমানা গুনতে হবে।

জাকারিয়া আরও জানান, মেট্রোরেল স্টেশন পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। গ্রীষ্মকালে বা গরমের মৌসুমে অনেকেই একটু আরামের জন্য স্টেশনে অপেক্ষার চেষ্টা করবে। তবে আনপেইড এলাকায় রাত ১২টার পর সেখানে ঘুমালেও কোনো জরিমানা গুনতে হবে না। তবে পেইড এলাকা ও কমপার্টমেন্ট এলাকায় এই সুযোগ নেই।

মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন: 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট