হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের টিকিট টাচ করে ৫০ মিনিটের বেশি অপেক্ষা করলেই জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেলের টিকিট বা এমআরটি পাস টাচ করার পর নির্ধারিত সময়ের বেশি স্টেশনে অপেক্ষা করলে জরিমানা গুনতে হবে যাত্রীদের। ঘণ্টাপ্রতি ১০ টাকা হারে জরিমানা গুনতে হবে যাত্রীদের। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া এই তথ্য জানান।

জাকারিয়া জানান, মেট্রোরেলের স্টেশনে দুই ধরনের স্থান রয়েছে। একটি পরিশোধিত এলাকা (পেইড এরিয়া) ও অপরিশোধিত (আনপেইড এরিয়া)। আনপেইড এরিয়ায় কয়েক ঘণ্টা থাকলেও যাত্রীদের জরিমানা গুনতে হবে না। তবে টিকিট বা পাস টাচ করার পর ভেতরে ৫০ মিনিটের বেশি অপেক্ষা করলেই ঘণ্টাপ্রতি ১০ টাকা অতিরিক্ত টাকা গুনতে হবে। আর মেট্রোরেল যখন মতিঝিল পর্যন্ত চলাচল করবে তখন যাত্রী টিকিট টাচ করার পর একটি স্টেশনে ১০০ মিনিট দাঁড়ানোর সুযোগ পাবে। এর অতিরিক্ত সময় অপেক্ষা করলে জরিমানা গুনতে হবে।

জাকারিয়া আরও জানান, মেট্রোরেল স্টেশন পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। গ্রীষ্মকালে বা গরমের মৌসুমে অনেকেই একটু আরামের জন্য স্টেশনে অপেক্ষার চেষ্টা করবে। তবে আনপেইড এলাকায় রাত ১২টার পর সেখানে ঘুমালেও কোনো জরিমানা গুনতে হবে না। তবে পেইড এলাকা ও কমপার্টমেন্ট এলাকায় এই সুযোগ নেই।

মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন: 

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন