হোম > সারা দেশ > রাজবাড়ী

জেলের জালে পদ্মার দুই ইলিশ, ১০ হাজার টাকায় বিক্রি 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার দুইটি ইলিশ ১০ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় জেলে আনিস হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে তিনি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে অবস্থিত দুলাল মণ্ডলের আড়তে মাছ দুটি নিয়ে উন্মুক্ত নিলামে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লা বলেন, পদ্মা ও যমুনা নদীর মোহনায় আজ সকালে জেলে আনিস হালদারের জালে বড় আকারের দুটি ইলিশ মাছ ধরা পড়ে। দুইটি মাছের ওজন প্রায় সাড়ে ৩ কেজি। আজ বেলা ১০টার দিকে আমি গোয়ালন্দের দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে অবস্থিত দুলাল মণ্ডলের আড়ত থেকে মাছ দুটি ৯ হাজার ১৮০ টাকায় কিনে আনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিপ্রতি ৩ হাজার টাকা করে ১০ হাজার ২০০ টাকায় মাছ দুটি বিক্রি করেছি।

জেলে আনিস হালদার বলেন, আজ ভোরে কয়েকজন মিলে নৌকা ও জাল নিয়ে নদীতে মাছ ধরতে যাই। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সকাল ৮টার দিকে জাল টান দিতেই বড় ইলিশ মাছ দুটি আটকা পড়ে। বেলা ১০টার দিকে মাছ দুটি বিক্রির জন্য দুলাল মণ্ডলের আড়তে নিয়ে গেলে উন্মুক্ত নিলামে মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লা কিনে নেন। এখন মাছ খুব একটা ধরা পড়ছে না। অনেক দিন পর মাছ পেয়েছি এবং ভালো দাম পেয়ে খুবই খুশি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। তবে এত বড় ইলিশ মাছ এ সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝেমধ্যে জেলেদের জালে ধরা পড়ছে। সাধারণ মানুষজন কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই এ মাছ কিনে আনে। বড় মাছ পেলে জেলে ও ব্যবসায়ীরা খুবই খুশি হন। 

পদ্মার মাছ সম্পর্কিত পড়ুন:

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান