হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে আটক ৪৫, আজ থেকে অস্থায়ী সেনা ক্যাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৫ ব্যক্তিকে আটক করেছে সেনা, র‍্যাব ও পুলিশের একটি দল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এই এলাকায় ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এসব অপরাধ কার্যক্রম দমন করতে আজ রোববার থেকে মোহাম্মদপুর এলাকায় প্রতিটি হাউজিংয়ে অস্থায়ী ক্যাম্প বসাবে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার দিবাগত রাতে বছিলা সেনাবাহিনীর ক্যাম্পে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ।

এ সময় মোহাম্মদপুরবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আতঙ্কিত না হয়ে তথ্য দিন। তথ্য দিলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছাবে।’

মেজর নাজিম জানান, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বিভিন্ন হাউজিং সোসাইটিতে ছিনতাইকারী, ডাকাত দলের সদস্য, চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৫ জন আটক করা হয়েছে। তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর এখন পর্যন্ত ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড গুলি, ১৯ রকমের মাদক, একটি গ্রেনেড ও ৮০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, মোহাম্মদপুরে অব্যাহতভাবে ছিনতাই, চুরি ও ডাকাতি বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এসব প্রতিরোধে পুলিশের ভূমিকা কী, সেটি জানতে গতকাল শনিবার এলাকাবাসী থানায় যান।

তা ছাড়া গত শুক্রবার বছিলায় সুপারশপে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যৌথ বাহিনীর অভিযানে সেই ঘটনার প্রধান অভিযুক্ত ও মামলার প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে (৩২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মোহাম্মদপুরে ২৭/২৮টি কিশোর গ্যাং চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, জেনেভা ক্যাম্পে এ পর্যন্ত ছয় বার অভিযান হয়েছে। সেখান থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত যত গ্রেপ্তার হয়েছে তার ৩০ শতাংশ জেনেভা ক্যাম্পের।

জানা যায়, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর এখন পর্যন্ত ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড গুলি, ১৯ রকমের মাদক, একটি গ্রেনেড ও ৮০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, মোহাম্মদপুরে অব্যাহতভাবে ছিনতাই, চুরি ও ডাকাতি বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এসব প্রতিরোধে পুলিশের ভূমিকা কী, সেটি জানতে গতকাল শনিবার এলাকাবাসী থানায় যান।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে