হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতু উদ্বোধনের দিন সবাইকে সাবধানে চলাফেরা করতে বলেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে। তাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার জন্য বলেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যড়যন্ত্র তো আছেই। কাজেই কোনো দুর্ঘটনা সব আনন্দ মাটি করে দিতে পারে। এ জন্য আমাদের দলের সকলকে সতর্ক ও সাবধানে থাকতে হবে।’

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে খুলনা ও বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর ও মুন্সিগঞ্জের আওয়ামী লীগ নেতা, নৌকা প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে পাঠানো খুদেবার্তায় শেখ হাসিনা এমন কথা বলেন বলে জানান অনুষ্ঠানের সঞ্চালক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সেতু মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা আজমের ব্যক্তিগত মোবাইল ফোনে একটি খুদেবার্তা শেখ হাসিনা পাঠান বলে জানান তিনি। আজম সেই বার্তাটি সভায় পাঠ করে শোনান। 

আজম বলেন, ‘প্রধানমন্ত্রী খুদেবার্তায় বলেন, সবাইকে বলবে তারা যেন খুব সাবধানে চলাফেরা করে। পদ্মা সেতু উদ্বোধনের দিন গাড়ি ওভারটেক করার প্রতিযোগিতায় যেন না নামে। এ ধরনের দুর্ঘটনা যেন না ঘটে।’ স্বেচ্ছাসেবকদের সক্রিয় থাকার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আশপাশের সব জেলায় স্বেচ্ছাসেবক ঠিক করতে বলবা। ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সবার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক থাকবে।’ 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন, চিফ হুইপ নূর-ই-আলম লিটন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ ফরিদুপর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন করে নেতা ও কয়েকজন সংসদ সদস্য।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত