হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীর বেশির ভাগ কেন্দ্রে শুধু নৌকার পোলিং এজেন্ট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টঙ্গী এলাকায় বিভিন্ন কেন্দ্র ঘুরে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট পাওয়া যায়নি। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, তাঁদের কাছে যে নাম জমা দেওয়া হয়েছিল, তাঁরা সেগুলোই দেখছেন। এর বাইরে যারা আসেননি, তাঁরা তাঁদের খবর জানেন না। 

মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, তাঁর মায়ের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। 

সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আজকের পত্রিকা কমপক্ষে ১২টি নির্বাচনী কেন্দ্র ঘুরেছে।

৫৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমীর মো. কবির আজকের পত্রিকাকে বলেন, তাঁর এখানে সবাই নৌকার পোলিং এজেন্ট। তিনি অন্য কোনো পোলিং এজেন্ট পাননি। যাঁরা এখানে এসেছেন তাঁরাই কাজ করছেন।

৫৬ নম্বর ওয়ার্ডের রেনেসা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান নির্বাচনী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, তাঁর কাছে যেসব পোলিং এজেন্টের নাম জমা পড়েছে, তাঁরা সবাই নৌকার। অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট তিনি পাননি। তবে এখন পর্যন্ত কোনো পোলিং এজেন্ট এসেছেন তাঁকে ঢুকতে দেওয়া হয়নি তেমন কোনো ঘটনা ঘটেনি।

সাখাওয়াত হোসেনের কেন্দ্রটি নারী ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার আছেন ২ হাজার ১৬ জন। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৮ থেকে ২০ শতাংশ। সাখাওয়াত বলেন, নারী ভোটাররা একটু কম গতিতে ভোট দিচ্ছেন। তাই দেরি হচ্ছে। অনেক বয়স্ক নারী যাঁরা জানেন না তাঁদেরকে শিখিয়ে দিতে হচ্ছে। তাই এই কেন্দ্রের ভোট গ্রহণে একটু সময় লাগছে।

স্থানীয় অনেকেই জানিয়েছেন, টঙ্গীতে নৌকার মেয়র প্রার্থী আজমতউল্লা খানের প্রভাব বেশি থাকায় এখানে নৌকার এজেন্টই বেশি আছেন। অন্যদিকে গাজীপুর শহরের আশপাশে জাহাঙ্গীরের প্রভাব বেশি থাকায় সেখানে তাঁর পোলিং এজেন্ট আছেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘৪৮০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। কিছু কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তবে এতে কিছু যায়-আসে না। গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছে আমার মা জায়েদা খাতুনকে ভোট দিতে। বিকেল ৪টা পর্যন্তই যেন ভোট গ্রহণ সুষ্ঠু হয়। কোনোভাবেই যেন সিসি ক্যামেরা ও ইভিএম মেশিন টেম্পারিং করা না হয়।’

গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি