হোম > সারা দেশ > ঢাকা

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে রাতেও চলছে ফেরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ প্রায় আট মাস পর আবার পদ্মা সেতুর নিচ দিয়ে রাতেও ফেরি চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আট মাস রাতে ফেরি চলাচল বন্ধ ছিল। গত মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। 

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে পরীক্ষামূলক ফেরি চলাচল করে। বুধবার সকাল থেকে এই নৌপথে ২৪ ঘণ্টা ফেরি চলাচল অব্যাহত রয়েছে। 

তবে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, আমাদের দিক থেকে কখনো ফেরি চলাচলে কোনো নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ দেওয়া ছিল না। দিনে-রাতে সব সময় ফেরি চলতে পারবে। গত ১০০ বছরে এই নৌপথে যে ধরনের জলযান চলাচল করেছে তার সবই চলতে পারবে। 

জানা গেছে, ফেরি চালকদের খুব সতর্কতার সঙ্গে ফেরি চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফেরিগুলো শিমুলিয়া থেকে বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৪,১৫ ও ১৬ নম্বর খুঁটির পাশ দিয়ে এবং বাংলাবাজার থেকে শিমুলিয়া আসবে সেতুর ১৯, ২০ ও ২১ নম্বর খুঁটির পাশ দিয়ে। 

এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদ উপলক্ষে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বুধবার সকালে ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এ নৌপথে এখন ৮টি ফেরি চলছে। আরও একটি ফেরি যুক্ত হওয়ার কথা রয়েছে। 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, সকালে বেশ চাপ থাকলেও বিকেলে তেমন চাপ নেই। প্রায় ৭০টি যান পদ্মা পারের জন্য অপেক্ষা করছে। এ নৌপথে ঈদ উপলক্ষে ১০টি ফেরি চলতে পারে। তবে বর্তমানে ৮টি ফেরি চলছে। কোনো রো রো ফেরি এখনো বহরে যুক্ত হয়নি।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত