হোম > সারা দেশ > ঢাকা

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে রাতেও চলছে ফেরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ প্রায় আট মাস পর আবার পদ্মা সেতুর নিচ দিয়ে রাতেও ফেরি চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আট মাস রাতে ফেরি চলাচল বন্ধ ছিল। গত মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। 

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে পরীক্ষামূলক ফেরি চলাচল করে। বুধবার সকাল থেকে এই নৌপথে ২৪ ঘণ্টা ফেরি চলাচল অব্যাহত রয়েছে। 

তবে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, আমাদের দিক থেকে কখনো ফেরি চলাচলে কোনো নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ দেওয়া ছিল না। দিনে-রাতে সব সময় ফেরি চলতে পারবে। গত ১০০ বছরে এই নৌপথে যে ধরনের জলযান চলাচল করেছে তার সবই চলতে পারবে। 

জানা গেছে, ফেরি চালকদের খুব সতর্কতার সঙ্গে ফেরি চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফেরিগুলো শিমুলিয়া থেকে বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৪,১৫ ও ১৬ নম্বর খুঁটির পাশ দিয়ে এবং বাংলাবাজার থেকে শিমুলিয়া আসবে সেতুর ১৯, ২০ ও ২১ নম্বর খুঁটির পাশ দিয়ে। 

এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদ উপলক্ষে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বুধবার সকালে ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এ নৌপথে এখন ৮টি ফেরি চলছে। আরও একটি ফেরি যুক্ত হওয়ার কথা রয়েছে। 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, সকালে বেশ চাপ থাকলেও বিকেলে তেমন চাপ নেই। প্রায় ৭০টি যান পদ্মা পারের জন্য অপেক্ষা করছে। এ নৌপথে ঈদ উপলক্ষে ১০টি ফেরি চলতে পারে। তবে বর্তমানে ৮টি ফেরি চলছে। কোনো রো রো ফেরি এখনো বহরে যুক্ত হয়নি।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ