হোম > সারা দেশ > শরীয়তপুর

শুক্রবার চালু হচ্ছে না মাঝিরঘাট-শিমুলিয়া ফেরি

প্রতিনিধি, শরীয়তপুর

পদ্মা সেতুর চ্যানেলে নাব্য সংকট ও অপ্রতুল সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে শুক্রবার চালু হচ্ছে না শরীয়তপুরের মাঝিরঘাট-শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। আজ বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। সভা থেকে জানানো হয় ফেরি চলাচলের জন্য পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের কাছে থাকা চ্যানেলে নাব্য সংকট রয়েছে। চ্যানেলের ওই স্থানে মাত্র ৬ ফুট গভীরতার পানি রয়েছে। যা ফেরি চলাচলের জন্য যথেষ্ট নয়।

এ ছাড়া পদ্মা সেতুর সংযোগ সড়ক থেকে মাঝিরঘাট পর্যন্ত থাকা সরু সড়ক যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সড়ক প্রশস্তকরণ ও ড্রেজিং কাজ শেষে কবে নাগাদ ফেরি চলাচল শুরু হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না বিআইডব্লিউটিএ। এর আগে দুপুর আড়াইটার দিকে অনলাইনে সভায় যুক্ত হয় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, শরীয়তপুর ও মাদারীপুরের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এর আগে বুধবার রাতে ঘাট প্রস্তুত করে মাঝিরঘাটে সংযুক্ত করা হয় নতুন একটি পন্টুন। সংযোগ সড়ক নির্মাণকাজও শেষ করে এনেছে কর্তৃপক্ষ। এই রুটে ফেরি চলাচল করলে নৌপথে দূরত্ব কমবে ৩ কিলোমিটার এতে করে অন্তত ৩০ মিনিট সময় সাশ্রয়য় হবে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল। জরুরি সেবা ও জরুরি পণ্যবাহী যানবাহন পারাপারের জন্য মাঝিরঘাটে ২১ আগস্ট ফেরি ঘাট স্থাপনের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিসি। মাত্র ৬ দিনের প্রচেষ্টায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মাঝিরঘাট ফেরি ঘাট। আগামীকাল শুক্রবার সকালে ঘাটটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় কথা ছিল।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার ফেরি চলাচল সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতুর চ্যানেলে নাব্য সংকটের কারণে শুক্রবার ফেরি পারাপার চালু করা সম্ভব হচ্ছে না। ফেরি চলাচলের উপযোগী করে চ্যানেলটি খনন করতে হবে। কবে নাগাদ এই খনন কাজ শুরু হবে এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেননি তিনি। তবে শিগগিরই খনন কাজ শেষে ফেরি পারাপার শুরু করার কথা জানিয়েছেন সরকারের এই কর্মকর্তা।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন