ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের বাসায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় এই অভিযান শুরু হয়।
র্যাব জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-২ ইউনিটের সদস্যরা মোহাম্মদপুরের বাড়ি ঘিরে রাখে। পরে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে আসেন। তখন রাসেল ও শামীমা দুজনেই বাসায় অবস্থান করছিলেন। রাসেলের গাড়িও বাসার নিচে দেখা গেছে। রাসেলকে গ্রেপ্তার করা হতে পারে বলে র্যাবের একজন উর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানিয়েছেন।
মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়েছে। এই মামলায় ইভ্যালির আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে ‘অজ্ঞাতনামা’ দেখিয়ে আসামি করা হয়েছে।