টাঙ্গাইলের মধুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেস পরিবহনের চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া রতনসহ ১০ জনকে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার রাত আটটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘র্যাব-১২ গ্রেপ্তার হওয়া ১০ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আজকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।’
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মো. কায়সার বলেন, ‘সোমবার রাত আটটার দিকে গ্রেপ্তার হওয়াদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) সকালে তাঁদের আদালতে হাজির করা হবে।’
আরও পড়ুন:
বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আরও ১০ জন গ্রেপ্তার
ছিনতাই করা চলন্ত বাসে যাত্রীদের ৩ ঘণ্টা জিম্মি করে ডাকাতি ও ধর্ষণ
বাসে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে গোয়েন্দা বিভাগ
চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণের পর রতনের নানির বাড়িতে আশ্রয় নেয় ডাকাতেরা
বাসে ডাকাতি-ধর্ষণ: কয়েকজন নারীকেও নিয়ে যেতে চেয়েছিল ডাকাতেরা