হোম > সারা দেশ > গাজীপুর

নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বন্ধুদের জানাব: জাহাঙ্গীর আলম

সৌগত বসু ও নাজমুল হাসান সাগর, গাজীপুর থেকে

নির্বাচন সুষ্ঠু না হলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিদেশি বন্ধুদের কাছে অভিযোগ করবেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, তাহলে দেশে ও সরকারের উচ্চমহলের কাছে অভিযোগ জানাব। প্রয়োজনে বিদেশি বন্ধুদের কাছেও অভিযোগ জানাব।’

আজ বুধবার গাজীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।

এর আগে গত রোববার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন জায়েদা খাতুন। ইংরেজিতে লেখা জায়েদা খাতুনের চিঠিটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেওয়া হয়েছে। এর আগে, নির্বাচন কমিশন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে একই দাবিতে চিঠি প্রদান করেন তিনি।

বিদেশিদের কাছে কী ধরনের সাহায্য চাচ্ছেন, জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘আমাদের প্রয়োজন হলে তাঁদের কাছে যাব। আমাদের যেসব হুমকি দিচ্ছে। এখানে ভোটের পরিবেশ নষ্ট করা হচ্ছে, সেই বিষয়ে বলব।’ 

জাহাঙ্গীর ব্যাখ্যা দিয়ে বলেন, গাজীপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস শিল্প এলাকা। ১৭০টি দেশের বিভিন্ন ক্রেতারা এখানে আসেন, কাজ করেন। এখানে কোনো ধরনের সমস্যা হলে দেশের অর্থনীতি ও ডলার সংকট হবে। তাই সবার কাছেই সহযোগিতা চাওয়া হচ্ছে।

জাহাঙ্গীর বলেন, তাঁদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। তাঁরা কোথাও যেতে পারেননি। ২০-২৫ দিন সময় পেয়েছেন। তার মধ্যে তাঁকে আদালতসহ বিভিন্ন সময় ঢাকাতে দৌড়াদৌড়ি করতে হয়েছে।

জাহাঙ্গীর এই নির্বাচনকে প্রতিবাদী নির্বাচন উল্লেখ করে বলেন, ‘এই নির্বাচন গাজীপুরের সম্মান বাঁচানোর নির্বাচন। আমরা ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করব। তাই আপনারা ঘরে বসে না থেকে ভোটটা দিন।’

গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে