হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। আগুনে পুড়ে যাওয়া ছয় নিহতের পরিচয় আজ সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিহত ছয়জনই বরিশাল হোটেলের কর্মচারী বলে জানা গেছে।

চকবাজারে সোমবার হওয়া অগ্নিকাণ্ডে নিহতেরা হলেন—শরিয়তপুর জেলার দক্ষিণ বড় কাসমা ইউনিয়নের আবুল কাশেম সরদারের ছেলে ওসমান সরদার (২৫), বরিশালের হিজলা উপজেলার শঙ্কর পাশার ইউনিয়নের পূর্ব টয়কা গ্রামের মৃত আলম সরদারের ছেলে বিল্লাল হোসেন ও একই এলাকার মোস্তফা মাঝির ছেলে মোতালেব হোসেন (১৬), সিলেটের হবিগঞ্জ উপজেলার বামই ইউনিয়নের রাকেশ সরকারের ছেলে স্বপন সরকার (১৮), কুমিল্লার চান্দিনা উপজেলার মো. শরীফ (১৫), মাদারিপুরের কালকিনি উপজেলার রুবেল হেলাল।

এর আগে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মরদেহ পুড়ে যাওয়ায় তাদের কাউকে চেনা যাচ্ছে না বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের ঢাকা সদরের জোন-১ এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ।

সে সময় মো. বজলুর রশিদ বলেন, ছয়জনের মধ্যে পাঁচজনের শরীর এমনভাবে পুড়ে গেছে যে, তাদের চেহারা দেখে চেনার উপায় নেই। আগুনে পুড়ে ওই পাঁচ মরদেহের হাড় বেরিয়ে গেছে। তিনি বলেন, ‘আরেকজনের চেহারা দেখলে কিছুটা বোঝা যায়। মরদেহগুলো দেখে প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাঁরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। অগ্নিকাণ্ডের শুরুর দিকেই হয়তো তাঁরা মারা গেছেন।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের সদস্যরা একটি কক্ষ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন:

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা