হোম > সারা দেশ > ঢাকা

এখনো নিখোঁজ ফায়ার সার্ভিসের ৩ কর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪১ জনের মধ্যে নয় জন ফায়ার সার্ভিসকর্মী। ফায়ার সার্ভিসের আরও তিন কর্মী নিখোঁজ রয়েছেন। 

আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। 

প্রথমে তিনি চারজন নিখোঁজের কথা জানান। পরে একটি বার্তায় টিম লিডার ইমরান হোসেন মজুমদারের মরদেহ শনাক্ত হয়েছে বলে জানান। 
 
আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে নিখোঁজ ফায়ার ফাইটারেরা হলেন—মো. রবিউল ইসলাম (ফায়ার ফাইটার), ফরিদুরজ্জামান (ফায়ার ফাইটার), শফিউল ইসলাম (ফায়ার ফাইটার)। রবিউল ইসলামের বাড়ি নওগাঁ জেলার মান্দা, ফরিদুজ্জামানের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। 

ঘটনার পরপর আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণে নিহত নয় ফায়ার সার্ভিস কর্মী হলেন—ফায়ার ফাইটার মো. রানা মিয়া, নার্সি অ্যাচেনডেন্ট মানিরুজ্জামান, ফায়ার ফাইটার আলাউদ্দিন, রমজানুল ইসলাম, সাউদ্দিন কাদের চৌধুরী, সাকিল তরফদার, লিডার নিপন চাকমা, লিডার মিঠু দেওয়ান এবং সর্বশেষ শনাক্ত হওয়া লিডার ইমরান হোসেন মজুমদার। 

সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এদিকে জানা গেছে, রবিউল ইসলামের বাবা ঢাকা এসেছেন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের মর্গে পিঠে দাগ দেখে একটি মরদেহকে নিজের ছেলে বলে ধারণা করছেন। তবে মুখ ঝলসে যাওয়ার নিশ্চিত হওয়া যাচ্ছে না। ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এই সম্পর্কিত সর্বশেষ:

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট