হোম > সারা দেশ > ঢাকা

এখনো নিখোঁজ ফায়ার সার্ভিসের ৩ কর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪১ জনের মধ্যে নয় জন ফায়ার সার্ভিসকর্মী। ফায়ার সার্ভিসের আরও তিন কর্মী নিখোঁজ রয়েছেন। 

আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। 

প্রথমে তিনি চারজন নিখোঁজের কথা জানান। পরে একটি বার্তায় টিম লিডার ইমরান হোসেন মজুমদারের মরদেহ শনাক্ত হয়েছে বলে জানান। 
 
আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে নিখোঁজ ফায়ার ফাইটারেরা হলেন—মো. রবিউল ইসলাম (ফায়ার ফাইটার), ফরিদুরজ্জামান (ফায়ার ফাইটার), শফিউল ইসলাম (ফায়ার ফাইটার)। রবিউল ইসলামের বাড়ি নওগাঁ জেলার মান্দা, ফরিদুজ্জামানের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। 

ঘটনার পরপর আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণে নিহত নয় ফায়ার সার্ভিস কর্মী হলেন—ফায়ার ফাইটার মো. রানা মিয়া, নার্সি অ্যাচেনডেন্ট মানিরুজ্জামান, ফায়ার ফাইটার আলাউদ্দিন, রমজানুল ইসলাম, সাউদ্দিন কাদের চৌধুরী, সাকিল তরফদার, লিডার নিপন চাকমা, লিডার মিঠু দেওয়ান এবং সর্বশেষ শনাক্ত হওয়া লিডার ইমরান হোসেন মজুমদার। 

সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এদিকে জানা গেছে, রবিউল ইসলামের বাবা ঢাকা এসেছেন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের মর্গে পিঠে দাগ দেখে একটি মরদেহকে নিজের ছেলে বলে ধারণা করছেন। তবে মুখ ঝলসে যাওয়ার নিশ্চিত হওয়া যাচ্ছে না। ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এই সম্পর্কিত সর্বশেষ:

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন