হোম > সারা দেশ > কুমিল্লা

ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ পাইনি: রিটার্নিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো অভিযোগ পাইনি, তবে কক্ষের সামনে ধীরগতি নিয়ে অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী। আজ বুধবার রানীরদীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শায়েদুন্নবী চৌধুরী বলেন, ‘সর্বশেষ পরিস্থিতি বলেন বা সার্বিক পরিস্থিতি বলেন, আমি তো মনে করি শান্তিপূর্ণ আছে। আমি পোলিং এজেন্টদের জিজ্ঞেস করেছি, ওনারাও আমাকে নিশ্চিত করেছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। সব প্রার্থী কিন্তু এজেন্ট দেন নাই। কোনো কোনো মেয়র পদপ্রার্থী এজেন্ট দেননি।’

ভোটে ধীরগতির বিষয়ে শায়েদুন্নবী চৌধুরী বলেন, ‘একজন ভোটার তিনটা পদে ভোট দেন। প্রথম প্রথম একটু হয়তো চিন্তা করেন যে কীভাবে ভোট দেবেন। এর জন্য একটু ধীরগতি হতে পারে।’

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

কিছু ভোটার অভিযোগ করছেন তাঁদের আঙুলের ছাপ মিলছে না। এ প্রসঙ্গে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘অনেক সময় আঙুলের রেখার কারণে এমনটা হয়। এগুলো এক-আধটু হতে পারে। এর মধ্যেই আমরা চালিয়ে যাব। প্রিসাইডিং কর্মকর্তারা অবহিত আছেন, তাঁরা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

ইভিএম ডিভাইস সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ইভিএম সবগুলো ঠিকঠাক কাজ করছে এ রকম নয়। আমাদের মোবাইল কারিগরি টিম আছে, তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। মেজর কোনো অভিযোগ আমরা পাইনি। একটু অনভ্যস্ততার কারণে এ রকম হতে পারে।’

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক