হোম > সারা দেশ > কুমিল্লা

হাসনাতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুফতি মুজিবুর রহমান ফরাজী। আজ সোমবার দুপুরে সাংবাদিকদের কাছে মুজিবুর রহমান নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ইউছুফপুর গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এক উঠান বৈঠকে উপস্থিত হয়ে তাঁকে সমর্থন জানান মুজিবুর রহমান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুজিবুর রহমান বলেন, ‘আমি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর উঠান বৈঠকে উপস্থিত হয়ে তাকে সমর্থন জানিয়েছি এবং নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি এবং তার পক্ষে ভোট চেয়েছি।’

এর আগে ২০ জানুয়ারি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের আরেক প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেনও হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন।

কুমিল্লা-৪: বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল শুনানি পেছাল

আমরা মানুষকে জবান দিচ্ছি, চেষ্টা করব সেটা রাখার জন্য: চৌদ্দগ্রামে তারেক রহমান

কুবির নারী শিক্ষার্থীকে বাসে হেনস্তার অভিযোগ, আটক ৫

একটি দল ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতা চায়: তাহের

আ.লীগের সাবেক এমপির বাড়ির মাঠে বিএনপি প্রার্থীর পথসভা

নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও সমন্বয় জোরদারে কুমিল্লায় সেনাপ্রধানের মতবিনিময়

পিস্তল ও গুলিসহ কুমিল্লায় জামায়াত নেতার ভাই এজিপি মাসুম আটক

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেবের কুমিল্লার গ্রামের বাড়িতে মাতম

চট্টগ্রামে জানাজা শেষে কুমিল্লায় নিজ গ্রামের পথে র‍্যাব কর্মকর্তার মরদেহ