হোম > সারা দেশ > কুমিল্লা

ধূমপান করায় কেন্দ্র ছাড়তে বাধ্য হলেন নৌকার প্রধান এজেন্ট

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

ধূমপান করায় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নৌকার প্রার্থীর প্রধান এজেন্ট আতিকুল্লাহ খোকনকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন একজন পুলিশ কনস্টেবল। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার পরে নগরীর মডার্ন হাইস্কুল কেন্দ্রে থাকা চারটি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন আরফানুল হক রিফাতের প্রধান নির্বাচনী এজেন্ট ও ব্যবসায়ী নেতা খোকন। এ সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার সঙ্গেও তিনি কথা বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে সীমা বের হওয়ার পরে ৩০ নম্বর কেন্দ্রের সামনে দাঁড়িয়ে খোকনসহ তাঁর সঙ্গে থাকা আরেকজন ধূমপান করতে থাকেন। এ সময় সেখানে থাকা কনস্টেবল তাঁকে উদ্দেশ্যে করে বলতে থাকেন, এখানে সিগারেট কেন খাচ্ছেন। বাইরে গিয়ে খান। এ সময় খোকন ওই কনস্টেবলকে কিছু বলতে চান। কনস্টেবল পরে আরও কিছু কথা বলতে থাকলে খোকনসহ অন্যরা ভোটকেন্দ্র থেকে বের হয়ে যান।

পরে ওই পুলিশ কনস্টেবল আজকের পত্রিকা’কে বলেন, ‘উনি কেন্দ্রের সামনে সিগারেট খাচ্ছিলেন। আমি তাঁকে নিষেধ করলাম। আমাকে বলল, উনি নৌকার প্রার্থীর প্রধান এজেন্ট। তখন আমি তাঁকে বললাম, আপনি যেই হোন না কেন, এখানে সিগারেট খাওয়া যাবে না। সিসি ক্যামেরা আছে।’

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

ওই কনস্টেবল বলেন, ‘ভোটকেন্দ্র ছাড়াও এটা তো স্কুল। এর এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া তো ঠিক না।’ 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০