হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপহরণ করে হত্যা: ছয় বছরের শিশুর ‘লাশ ৬ খণ্ড করে ফেললেন যুবক’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বন্দরটিলায় ৬ বছরের এক কন্যাশিশুকে অপহরণ করে হত্যার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। শিশুটির লাশ ছয় খণ্ড করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছেন বলে ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন।

আটক আবের আলীকে (৩৫) জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাঈমা সুলতানা শুক্রবার এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার ইপিজেড থানার বন্দরটিলা থেকে আবেরকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির মরদেহ খণ্ড করার কাজে ব্যবহৃত বঁটি ও ‘কাটার’ উদ্ধার করা হয়।

‘তবে ওই শিশুর খণ্ডবিখণ্ড লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।’

পুলিশ বলছে, গত ১৫ নভেম্বর নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে তাঁর বাবা ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আটক যুবকের বরাত দিয়ে পিবিআই কর্মকর্তা নাঈমা বলেন, শিশুটিকে ‘মুক্তিপণের জন্য অপহরণ’ করেছিলেন আবের। কিন্তু তা বাস্তবায়নের আগেই ‘শিশুটি চিৎকার শুরু করে এবং থামাতে না পেরে ১৬ নভেম্বর সকালে হত্যা করেন’।

‘পরে শিশুর লাশটি ছয় খণ্ড করে ছয়টি প্যাকেটে ভরা হয়। এর তিনটি প্যাকেট ২০ ফুট গভীর একটি নালায় ও বাকি তিন প্যাকেট সাগরে ফেলে আসেন আবের।’

ওই মরদেহের টুকরাগুলো উদ্ধারের জন্য পিবিআইয়ের একাধিক দল মাঠে কাজ করছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

আরও খবর পড়ুন: 

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র