হোম > সারা দেশ > চট্টগ্রাম

শেখ হাসিনা–নওফেলসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ফয়সাল আহমেদ শান্তসহ তিনজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, নওফেল, আইজিপিসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় নিহত শান্তর বাবা বাদী হয়ে এ অভিযোগ করেন। 

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অভিযোগ জমা দিয়েছি। এতে বিবাদীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩ (২), ৪ (১) / ৪ (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থা এটি আমলে নিয়ে কার্যক্রম শুরু করেছে।’ 

অভিযোগে অন্য আসামিদের মধ্যে রয়েছেন–ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনসহ চট্টগ্রামের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১১ / ১২শ জনকে আসামি করা হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী ফয়সাল আহমেদ শান্ত চট্টগ্রাম নগরীর এমইএস কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। গত ১৬ জুলাই মুরাদপুর এলাকায় সহপাঠীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে সে অংশ নেয়। ওই দিন প্রধানমন্ত্রী, শীর্ষস্থানীয় মন্ত্রী এবং কর্মকর্তাদের নির্দেশে অন্যান্য আসামিরা শিক্ষার্থীদের মিছিলে গুলিবর্ষণ করে। এতে ফয়সাল আহমেদ শান্তসহ তিনজন নিহত হন।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট