হোম > সারা দেশ > চট্টগ্রাম

শেখ হাসিনা–নওফেলসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ফয়সাল আহমেদ শান্তসহ তিনজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, নওফেল, আইজিপিসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় নিহত শান্তর বাবা বাদী হয়ে এ অভিযোগ করেন। 

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অভিযোগ জমা দিয়েছি। এতে বিবাদীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩ (২), ৪ (১) / ৪ (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থা এটি আমলে নিয়ে কার্যক্রম শুরু করেছে।’ 

অভিযোগে অন্য আসামিদের মধ্যে রয়েছেন–ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনসহ চট্টগ্রামের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১১ / ১২শ জনকে আসামি করা হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী ফয়সাল আহমেদ শান্ত চট্টগ্রাম নগরীর এমইএস কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। গত ১৬ জুলাই মুরাদপুর এলাকায় সহপাঠীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে সে অংশ নেয়। ওই দিন প্রধানমন্ত্রী, শীর্ষস্থানীয় মন্ত্রী এবং কর্মকর্তাদের নির্দেশে অন্যান্য আসামিরা শিক্ষার্থীদের মিছিলে গুলিবর্ষণ করে। এতে ফয়সাল আহমেদ শান্তসহ তিনজন নিহত হন।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি