হোম > সারা দেশ > বান্দরবান

জমি নিয়ে বিরোধে থানচিতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

থানচি (বান্দরবান) প্রতিনিধি  

প্রতীকী ছবি

জমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ উপজেলার বলিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি অজিত পালিত (৩৫) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুদর্শন দাশের (৫০) লোকজন জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়ান। এ সময় গুরুতর আহত অবস্থায় অজিত পালিতকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, আহত ব্যক্তির মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা–নিরীক্ষার সরঞ্জাম না থাকায় তাঁকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অজিত পালিতের সঙ্গে প্রতিবেশী সুদর্শন দাশের বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। সুদর্শন দাশ পরিবারসহ সবাই বান্দরবান শহরে বসবাস করেন। আজ বেলা ৩টার দিকে সুদর্শন দাশ তাঁর ভাই মদন দাশ ও পরিবারের সদস্য নিয়ে অজিতের বানানো ঘরে জোর করে প্রবেশ করতে চাইলে বাধা দেওয়ায় দুপক্ষে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

তাঁরা বলেন, সুদর্শন দাশ ছেলে টিপলু দাশসহ মোট সাতজন মিলে আক্রমণ করেন অজিত পালিতকে। এতে গুরুতর আহত হন তিনি। এ বিষয়ে কথা বলতে সুদর্শন দাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, দুই পক্ষ থানায় অভিযোগ দিতে এসেছিল। আহত ব্যক্তির গুরুতর অবস্থার কারণে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর