হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে বাইরে তালা দিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৪

নোয়াখালী প্রতিনিধি

আটক সন্দেহভাজন ৪ ডাকাত। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে এক সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। আজ শনিবার ভোরে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সুমন নামে ওই প্রবাসীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের করিম (৩৮), তানজিদ (২২), মাসুম (২৬) ও সাইফুল (৩২)।

সৌদিপ্রবাসী সুমনের স্ত্রী বিবি আয়েশা জানান, ডাকাতির আগে ডাকাত দল বাড়ির অন্য ঘরগুলোর লোকজন যেন বের হতে না পারে, সে জন্য ঘরগুলোতে বাইর থেকে তালা মেরে রেখেছিল।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোরে সুমনের নতুন বাড়ির টিন কেটে ঘরে ঢোকে ৮-১০ জন ডাকাত। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। একপর্যায়ে ডাকাত দল ঘরে একা থাকা সুমনের মা শাফিয়া খাতুনের মোবাইল ফোন বন্ধ করে তাঁর হাত, পা, মুখ ও চোখ বেঁধে ফেলে। পরে তারা ঘরে থাকা আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা এবং পাঁচ-ছয় ভরি স্বর্ণ লুট করে। এদিকে শাফিয়া খাতুন অচেতন হয়ে পড়লে মৃত ভেবে রেখে চলে যায় ডাকাত দল। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বসুরহাট হাসপাতালে ভর্তি করে।

ডাকাতির ঘটনায় তছনছ আসবাব। ছবি : সংগৃহীত

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী বৃদ্ধা গলার আওয়াজ শুনে যাদের সন্দেহ করেছে তাদের চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন