হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া, আটক ২ 

কুমিল্লা প্রতিনিধি

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি দলটির নেতাদের। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা নগরীর নিমতলী এলাকায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের বাসার সামনে নেতা-কর্মীরা জড়ো হয়। সেখান থেকে একটি মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের একটি অংশের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। 

তখন অপর একটি অংশ মহিলা কলেজ সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্যসচিব শফিউল আলম রায়হানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বলেন, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ মিছিলের জন্য আমিন উর রশিদ ইয়াছিনের বাসার সামনে জড়ো হয়। এ সময় বিএনপি নেতা ইয়াছিনের নিমতলী বাসায় পুলিশ ও যৌথ বাহিনী হামলা করে। এতে একজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়। গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল