মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধর্ষণ মামলার আসামি ফয়সালকে (৩৪) গ্ৰেপ্তার করেছে থানা-পুলিশ। আজ সোমবার মতলব উত্তর থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফয়সাল উপজেলার রায়ের কান্দি গ্ৰামের ফজলুল করিম সরকারের ছেলে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।