হোম > সারা দেশ > চট্টগ্রাম

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বাড়ির সামনে হামলা, ৫ দিনেও আটক হয়নি কেউ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষারের সঙ্গে দেখা করতে যাওয়া স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। 

গতকাল সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক জিহাদ এ জিডি করেন। 

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার গ্রামের বাড়ি সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম সড়কসংলগ্ন বাড়িতে আসেন। তাঁর বাড়িতে আসার খবরে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও তাঁর আত্মীয়স্বজন ঈদ-পরবর্তী কুশল বিনিময়ে আসতে থাকেন। 

জিডিতে আরও বলা হয়েছে, ওমর ফারুক জিহাদ ও তাঁর কয়েক বন্ধু ওই ছাত্রলীগ নেতার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। মাহমুদুল হাসান তুষারের বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েক সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাজি ফোটায়। হামলায় ওমর ফারুক জিহাদ ও আবুল খায়ের নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্র আহত হয়। আবুল খায়ের সরকারি হাজী এবি কলেজের ছাত্র। 

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার আকস্মিকতায় আমি হতবিহ্বল হয়ে পড়ি। বিষয়টি আমি প্রশাসন ও দলীয় ফোরামে জানিয়েছি। 

হামলায় কারা জড়িত ও কী কারণে এ হামলা হতে পারে, জানতে চাইলে তুষার বলেন, আমার সঙ্গে স্থানীয় কোনো নেতার বিরোধ বা দ্বন্দ্ব নেই। এখন পুলিশের দায়িত্ব কারা জড়িত, তা খুঁজে বের করা। 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত চলছে।

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু