রাস্তার পাশে সাপ সাপ বলে চিৎকার করে এক যুবক। কৌতূহলী ব্যবসায়ী তা দেখতে যান। সেখানে কোনো সাপ ছিল না। এ নিয়ে ব্যবসায়ীকে সাপের কথা বলে ব্যস্ত রেখে দোকানের ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে সটকে পড়ে প্রতারক চক্র। এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায়।
আজ রোববার সকাল ৮টার দিকে পৌরসভার বুড়িপুকুর পাড় এলাকার ‘মেসার্স ভান্ডারী এন্টারপ্রাইজ’ নামের এক জ্বালানি তেলের দোকানে এ ঘটনা ঘটেছে।
ব্যবসায়ী নূর আহমদ বলেন, ‘সাপের কথা বলে আমাকে ব্যস্ত রেখে সংঘবদ্ধ প্রতারক চক্র দোকানের ক্যাশবাক্স থেকে ১ লাখ ৪১ হাজার টাকা নিয়ে গেছে।’
ওই যুবকদের ছবি সড়কে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, চার যুবক সংঘবদ্ধভাবে ছিলেন। এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘সাপের কথা বলে এক দোকান থেকে টাকা নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’