হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে লাগামহীনভাবে বাড়ছে শাকসবজি দাম 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলের পৌর কাঁচাবাজারে শাকসবজি, মাছ ও মাংসের দাম লাগামহীনভাবে বাড়ছে। বর্ষা শেষে শীতের আগমনীতে বাজারে শীতকালীন শাকসবজির দেখা মিললেও দাম অনেকটাই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে রয়েছে।

আজ বুধবার চাটখিল পৌরবাজার, কড়িহাটি বাজার ও দশঘরিয়া বাজার ঘুরে দেখা গেছে, ৬০ টাকার নিচে কোনো শাকসবজি নেই। গত বছর এ সময়ে শাকসবজির দাম তুলনামূলক অনেক কম ছিল। চাটখিল পৌর কাঁচাবাজারে শিম ১৯০ থেকে ২০০ টাকা, টমেটো ১৫০ থেকে ১৭০ টাকা, মুলা ৫৫ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১৯০ থেকে ২২০ টাকা, ঝিঙে ৭৫ থেকে ৮০ টাকা, ধনেপাতা ৩০০-৩১০ টাকা, ফুলকপি ১০০ থেকে ১২০ টাকা, বাঁধাকপি ৭০ থেকে ৯০ টাকা, লালশাক ৬০ থেকে ৭০ টাকা দামে বিক্রি হচ্ছে। 

অথচ গত বছর এ সময়ে শিম ৭০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, মুলা ২৫ থেকে ৩০ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙে ৪০ থেকে ৪৫ টাকা, ধনেপাতা ১০০ থেকে ১৩০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, লালশাক ২৫ থেকে ৩০ টাকা ছিল। 

এ ছাড়া মাছের দামও বেড়েছে। রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা, কাতল ৩৫০ থেকে ৫০০ টাকা দরে। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, লেয়ার মুরগি ২৮০ থেকে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। একই অবস্থা উপজেলার অন্য বাজারগুলোতেও। 

এ বিষয়ে তরকারি বিক্রেতা মো. সজীব মিয়া বলেন, গত বছরের তুলনায় প্রতিটি পণ্যের দাম দ্বিগুণ বেড়েছে। পাইকারি বাজারেও দাম বেশি। এ কারণে বেশি দাম দিয়ে বিক্রি করতে হচ্ছে। 

চাটখিল পৌর বাজারের খুদে ব্যবসায়ীরা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষজন তা কিনতে হিমশিম খাচ্ছেন। 

স্থানীয় চাষি মো. মানিক হোসেন ও মো. বেল্লাল হোসেন বলেন, শীতের শুরুতে এ এলাকার কৃষকেরা বিভিন্ন সবজির চাষাবাদ করলেও বৃষ্টির কারণে অধিকাংশ জমির ফসল নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে পচে গেছে সবজি গাছের গোড়া। তা ছাড়া এলাকার কৃষকেরা চাষাবাদে আগের মতো পরিচর্যা করেন না। ফলে উৎপাদন কম হয়। অনেকেই কৃষিকাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।   

চাটখিল উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বাজারে শাকসবজির দাম বৃদ্ধির কথা স্বীকার করে বলেন, এ সময় সাধারণত শাকসবজির দাম কম থাকে। তবে নতুন কিছু তরকারি বাজারে উঠলেও চাটখিলে সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা