হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগঞ্জে শ্বাসরোধে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে শ্বাসরোধে রাহেমা বেগমকে (৫৫) হত্যা মামলায় পুত্রবধূ তাহমিনা আক্তার ও তাঁর প্রেমিক জসিমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে জেলা জজ আদালতের বিচারক রাহিমুল ইসলাম এই রায় ঘোষণা করেন। 

জসিম জেলা কারাগারে থাকলেও তাহমিনা বেগম উচ্চ আদালত থেকে জামিন পেয়ে পলাতক আছেন বলে জানান মামলার বাদীপক্ষের আইনজীবী কবির হোসেন মোল্লা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘তাহমিনা ও তাঁর প্রেমিক জসিমের ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) পরীক্ষা ও জবানবন্দি শুনে এই রায় দেন আদালত।’

এজাহার থেকে জানা গেছে, ২০২১ সালের ২১ এপ্রিল রাতে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর মসজিদ বাড়ি এলাকার প্রবাসী কবির হোসেনের স্ত্রী তাহমিনা ও তাঁর প্রেমিক জসিমের মধ্যে সম্পর্কের জেরে শাশুড়ি রাহেমাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন তাঁরা। 

হত্যার ঘটনায় স্থানীয় লোকজন তাহমিনাকে বাড়ির ভেতরে আটক করে পুলিশে খবর দেন। পরদিন তাঁর শ্বশুর আবু তাহের রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও ১৬৪ ধারায় তাহমিনা জবানবন্দিতে স্বীকার করে ঘটনার রাতে প্রেমিক জসিমের সঙ্গে অনৈতিক কার্যকলাপ দেখে ফেলায় শাশুড়িকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন তাঁরা। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জসিমকে গ্রেপ্তার করে বলে এজাহার থেকে জানা গেছে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ