হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতে আরও এক পর্যটক নিখোঁজ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে হিমেল আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় সৈকতে ভেসে যাওয়ার সময় মোহাম্মদ ইমরান নামে একজনকে উদ্ধার করে লাইফগার্ডের কর্মীরা। বর্তমানে তিনি সুস্থ আছেন। আজ মঙ্গলবার বিকেলে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্ট এ ঘটনা ঘটে। 

নিখোঁজ পর্যটক হিমেল আহমেদ গাজীপুর জেলার কালিয়াঘুর থানার বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে। তাঁরা তিন বন্ধু মিলে সমুদ্রসৈকতে গোসল করতে নেমেছিল। 
 
কক্সবাজার সমুদ্রসৈকতের লাইফগার্ডের কর্মী সুপারভাইজার মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিখোঁজ পর্যটকের বন্ধুদের বরাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকালে গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান (২৪), হিমেল আহমেদ (২৪) ও মোহাম্মদ আরমান (২৩) নামে তিন বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল রিয়াদায় ওঠেন। 

আজ মঙ্গলবার বিকেলে তারা তিন বন্ধু মিলে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে হিমেল ও ইমরান ঢেউয়ের প্রবল স্রোতের ভেসে যেতে থাকে। এ সময় বিষয়টি দেখতে পেয়ে লাইফগার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরেকজন ভেসে যায়।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।’ 

এর আগে একই পয়েন্টে গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার শাহজাহান নামে এক পর্যটকের।

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু