হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতে আরও এক পর্যটক নিখোঁজ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে হিমেল আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় সৈকতে ভেসে যাওয়ার সময় মোহাম্মদ ইমরান নামে একজনকে উদ্ধার করে লাইফগার্ডের কর্মীরা। বর্তমানে তিনি সুস্থ আছেন। আজ মঙ্গলবার বিকেলে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্ট এ ঘটনা ঘটে। 

নিখোঁজ পর্যটক হিমেল আহমেদ গাজীপুর জেলার কালিয়াঘুর থানার বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে। তাঁরা তিন বন্ধু মিলে সমুদ্রসৈকতে গোসল করতে নেমেছিল। 
 
কক্সবাজার সমুদ্রসৈকতের লাইফগার্ডের কর্মী সুপারভাইজার মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিখোঁজ পর্যটকের বন্ধুদের বরাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকালে গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান (২৪), হিমেল আহমেদ (২৪) ও মোহাম্মদ আরমান (২৩) নামে তিন বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল রিয়াদায় ওঠেন। 

আজ মঙ্গলবার বিকেলে তারা তিন বন্ধু মিলে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে হিমেল ও ইমরান ঢেউয়ের প্রবল স্রোতের ভেসে যেতে থাকে। এ সময় বিষয়টি দেখতে পেয়ে লাইফগার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরেকজন ভেসে যায়।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।’ 

এর আগে একই পয়েন্টে গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার শাহজাহান নামে এক পর্যটকের।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির