হোম > সারা দেশ > নোয়াখালী

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় ১০ জেলে আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ১০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জালসহ মাছ ধরার দুটি নৌকা জব্দ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার রাতে মেঘনা নদী থেকে জেলেদের আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী ও নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে জেলেদের আটক করেন। 

নৌ-পুলিশ জানায়, গভীর রাতে মেঘনা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশের একটি দল। এ সময় টাংকির ঘাটের কাছে নদীতে জাল পাতানো অবস্থায় একটি ছোট মাছ ধরার নৌকা পাওয়া যায়। পরে নৌকায় থাকা চার জেলে হাতিয়ার হরনী ইউনিয়নের মো. সালা উদ্দিন (২৬), মো. হাসিব (১৯), মো. হানিফ (২০), মো. স্বপন (২৮), জাহাজমারা ইউনিয়নের আব্দুর রহিম (১৮), মো. ইউছুফ (১৯) ও মো. মনির মাঝিকে (২৬) আটক করে নলচিরা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এ সময় মাছ ধরার কাজে ব্যবহার করা একটি নৌকা ও ১ হাজার মিটার জাল জব্দ করা হয়। 

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) মেহেদী জামান জানান, আটক জেলেদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এদের বিরুদ্ধে নৌ-পুলিশ বাদী হয়ে মৎস্য সংরক্ষণ আইনে হাতিয়া থানায় মামলা দিয়েছে। 

এদিকে একই সময়ে হাতিয়ার মৌলভীর চরের কাছে মেঘনা নদী থেকে একটি ছোট নৌকা জব্দ করে মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর নেতৃত্বে পরিচালিত দল। এ সময় নৌকায় থাকা ছয় জেলেকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে জাল ও নৌকা মৎস্য অফিসের অধীনে জব্দ করে রাখা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘আটক জেলেদের থানায় হস্তান্তর করা হয়েছে। কিছু কিছু জেলে রাতের আঁধারে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন ধরে এ ধরনের সংবাদ আসছে। এর জন্য রাতে আমরা অভিযান পরিচালনা করছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম