হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিস্ফোরণ: সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক সান্টু গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ও কারখানার পরিচালক পারভেজ উদ্দিন ওরফে সান্টুকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন বলেন, গ্রেপ্তার সান্টু বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার ২ নম্বর আসামি। আজ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপর মামলায় অভিযুক্ত কারখানার অপর দুই পরিচালক মো. মামুন উদ্দিন (৫৫), আশরাফ উদ্দিন বাপ্পিকে (৪২) গ্রেপ্তারে তাঁদের সীতাকুণ্ডের বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু তারা পালিয়ে যান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা চট্টগ্রাম নগরী থেকে মামলার ২ নম্বর আসামি পরিচালক সান্টুকে গ্রেপ্তার করেছে।’ 

গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্লান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে ৭জনের প্রাণহানি ও ২৫ জন আহত হন।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা