হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কনিকা আক্তার-দেওয়ান নুসরাত। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চালতপাড় ডিগ্রি কলেজে ৯ সদস্যের আংশিক কমিটি দিয়েছে ছাত্রদল। কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জনই নারী। কমিটিতে নারী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ায় প্রশংসায় ভাসছে ছাত্রদল।

গতকাল শুক্রবার জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে কনিকা আক্তারকে সভাপতি ও দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি পুষ্প আক্তার, সহসভাপতি আয়েশা সিদ্দিকা পান্না, মুক্তা আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান তনু, নাজনিন আক্তার ও সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন।

এ বিষয়ে সভাপতি কনিকা আক্তার বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের নেপথ্যে নারীদের ভূমিকা ছিল সবার আগে। জুলাই-আগস্টের বিপ্লব আমাদের শিখিয়ে গেছে নারীরা চাইলেই সবকিছু করতে পারে। এ ছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক। আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব।’

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, ‘চালতপাড় কলেজে নারী শিক্ষার্থীরা তাঁদের দক্ষতার সঙ্গে কাজ করেছেন। জুলাই ছাত্র আন্দোলনসহ বিভিন্ন কার্যক্রমে নারী শিক্ষার্থীরা সোচ্চার ছিলেন। সাংগঠনিক কাজে মেয়েরাই এগিয়ে আছেন। যখন আমরা সদস্য সংগ্রহ ফরম বিতরণ করি তখন মেয়েরাই প্রথম নিয়েছিল। তাই দক্ষতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব বাছাই করা হয়েছে।’

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি