হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরার সন্ধান ছয় দিনেও মেলেনি

বান্দরবান প্রতিনিধি

ভারী বর্ষণে ঝিরির পাশে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিখোঁজ হওয়ার ছয় দিন পরও মা কৃষ্ণাতি ত্রিপুরার কোনো খোঁজ মেলেনি। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারী বর্ষণের ফলে ঝিরির কাছে আশ্রয় নেওয়া অবস্থায় পাশের পাহাড় ধসে মা কৃষ্ণাতি ত্রিপুরা দুই শিশু সন্তানসহ নিখোঁজ হয়।

পরের দিন বৃহস্পতিবার সকালে মেয়ে বাজেরুং ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরাকে (৮) পাশের একটি ঝিরি থেকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজের ছয় দিন পর আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত মা কৃষ্ণাতি ত্রিপুরার কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরা সদর উপজেলার সদর ইউনিয়নের সাংগাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী। বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাংগাই ত্রিপুরা পাড়া এলাকায় তাঁরা বাস করে।

বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) ওয়ার্ড মেম্বার ও ত্রিপুরা পাড়ার বাসিন্দা জগদিশ ত্রিপুরা আজ সোমবার জানান, কৃষ্ণাতি ত্রিপুরার সন্ধানে ছয় দিন যাবৎ স্বজনরা নিখোঁজ হওয়ার স্থান ও আশে পাশে ঝিরি-খালে খোঁজ করে যাচ্ছেন। যদি তাঁকে খুঁজে পাওয়া যায় সে আশায়।

গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মা, মেয়ে ও ছেলে পাহাড়ে জুমের খেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হলে তারা ঝিরি (ছোট খাল) এলাকায় অপেক্ষা করছিল। এ সময় পাশের পাহাড় ধসে মাটি চাপা পড়ে তারা নিখোঁজ হয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁদের খোঁজে নামে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু