হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরার সন্ধান ছয় দিনেও মেলেনি

বান্দরবান প্রতিনিধি

ভারী বর্ষণে ঝিরির পাশে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিখোঁজ হওয়ার ছয় দিন পরও মা কৃষ্ণাতি ত্রিপুরার কোনো খোঁজ মেলেনি। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারী বর্ষণের ফলে ঝিরির কাছে আশ্রয় নেওয়া অবস্থায় পাশের পাহাড় ধসে মা কৃষ্ণাতি ত্রিপুরা দুই শিশু সন্তানসহ নিখোঁজ হয়।

পরের দিন বৃহস্পতিবার সকালে মেয়ে বাজেরুং ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরাকে (৮) পাশের একটি ঝিরি থেকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজের ছয় দিন পর আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত মা কৃষ্ণাতি ত্রিপুরার কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরা সদর উপজেলার সদর ইউনিয়নের সাংগাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী। বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাংগাই ত্রিপুরা পাড়া এলাকায় তাঁরা বাস করে।

বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) ওয়ার্ড মেম্বার ও ত্রিপুরা পাড়ার বাসিন্দা জগদিশ ত্রিপুরা আজ সোমবার জানান, কৃষ্ণাতি ত্রিপুরার সন্ধানে ছয় দিন যাবৎ স্বজনরা নিখোঁজ হওয়ার স্থান ও আশে পাশে ঝিরি-খালে খোঁজ করে যাচ্ছেন। যদি তাঁকে খুঁজে পাওয়া যায় সে আশায়।

গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মা, মেয়ে ও ছেলে পাহাড়ে জুমের খেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হলে তারা ঝিরি (ছোট খাল) এলাকায় অপেক্ষা করছিল। এ সময় পাশের পাহাড় ধসে মাটি চাপা পড়ে তারা নিখোঁজ হয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁদের খোঁজে নামে।

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা