হোম > সারা দেশ > কক্সবাজার

লবণখেতে কাজের সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছরিপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. আরাফাত (১২)। 

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, রাতে বৃষ্টিপাত শুরু হলে লবণ ঢেকে রাখতে গিয়ে বজ্রপাতে দিদারের মৃত্যু হয়েছে। 

প্রায় একই সময়ে রাজাখালীতে লবণ মাঠে আরাফাতের মৃত্যু হয়। সেও বৃষ্টির সময় বজ্রপাতে মারা যায় বলে জানান তিনি। 

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, রাজাখালী ও মগনামা এলাকা থেকে দুজন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। 

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় বলেন, ভোর রাতে লবণ মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিক মারা গেছেন। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল