হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকা থেকে ছকিনা বেগম (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জুন) গভীর রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ছকিনা বেগম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার তোফায়েল আহমদের স্ত্রী। তিনি ভিক্ষা করে এবং মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। স্থানীয়রা জানান, রাতে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, ‘মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা আমাকে জানালে আমি পুলিশকে অবহিত করি। নিহত ছকিনা বেগম একজন অসহায় নারী। এলাকায় ভিক্ষা করতেন, তাঁর কোনো শত্রু আছে বলেও মনে হয় না।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘পুকুর থেকে ছকিনা বেগমের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পানিতে ডুবে মৃত্যু, নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পরিবার সূত্রে জানা গেছে, ছকিনা বেগমের স্বামী তোফায়েল আহমদ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঘরে শয্যাশায়ী।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা