হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমার সীমান্তের ওপারে গুলিতে বাংলাদেশি নিহতের খবর

বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

মিয়ানমারের অভ্যন্তরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার এক বাংলাদেশি যুবককে গুলিতে হত্যার খবর পাওয়া গেছে। আজ রোববার সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ৪৮ নম্বর পিলারের সীমান্ত পিলারের ওপারে মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। তবে গুলিতে নিহতের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্য। 

নিহত আবুল কালাম (২৮) উপজেলার সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালাম মিয়ানমার থেকে অবৈধ পথে বাংলাদেশে গরু এনে ব্যবসা করতেন। অন্যদিনের মতো আজ গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের প্রায় দুই কিলোমিটার ভেতর মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় যায় তিনি। সেখানে দেশটির বিদ্রোহী আরাকান আর্মি (এএ) এক সদস্যের সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করে আরকান আর্মির সদস্য। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। 

৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় সংঘটিত ঘটনার বিষয়ে জানতে সীমান্তের এ পয়েন্টে দায়িত্বরত ১১ বিজিবি অধিনায়ক সাহল আহমদ নোবেলকে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। 

বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার শামশুল আলম মো. নুরুল বলেন, ‘নিহত আবুল কালাম আমার এলাকার বলে জানা গেছে। লাশ ফেরত আনার চেষ্টা চলছে।’ 

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘আজ রোববার সকালে ৯ নম্বর ওয়ার্ডের বাম হাতির ছড়া এলাকার এক ব্যাক্তিকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে শুনেছি।’ 

নাইক্ষ্যংছড়ি থানার এএসআই মরিয়ম আক্তার জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে বিস্তারিত পরে জানা যাবে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়