চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ফারিহা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফারিহা ওই এলাকার মো. আবছারের মেয়ে।
ফারিহার চাচা মো. মিশকাত বলেন, দুপুরে হঠাৎ ফারিহাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের পুকুরে ফারিহাকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, পরিবারের অসচেতনতার কারণে শিশুমৃত্যুর হার বাড়ছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের আরও সচেতন হতে হবে।