হোম > সারা দেশ > কক্সবাজার

রামুর সংরক্ষিত বনে হাতির মরদেহ  

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুর সংরক্ষিত বনের ভেতরে বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া এলাকায় পাহাড়ের একটি জলাধারে হাতির মরদেহটির খোঁজ পায় বন বিভাগ। তবে হাতিটি কখন কীভাবে মারা পড়েছে তা জানাতে পারেনি বন বিভাগ। 

বন বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দু রশিদ জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় বন পাহারাদারেরা হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়। পরে ময়নাতদন্তের পর হাতিটিকে মাটি চাপা দেওয়া হয়। 

আব্দু রশিদ বলেন, পায়ে আঘাত এবং সংক্রমণের কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

খুনিয়া পালংয়ের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘দেখে মনে হচ্ছে দু-একদিন আগে হয়তো হাতিটি মারা গেছে। সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন এবং রশি দিয়ে পেছানো ছিল বলে শুনেছি।’ 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম বলেন, কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। 

এর আগে গত ৬ জুলাই একই বনের দরিয়ারদিঘি বনাঞ্চলে একটি বন্য হাতির মৃত্যু হয়। এ ছাড়া গত ৯ জুন চকরিয়া উপজেলার খুটাখালীর সংরক্ষিত বনে দুর্বৃত্তরা একটি হাতিকে গুলি করে হত্যা করে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু