হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশু আরাফাতের মরদেহ মিলল ১৬ ঘণ্টা পর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর রঙ্গীপাড়ায় খোলা নালায় পড়ে নিখোঁজ দেড় বছরের শিশু ইয়াছিন আরাফাতের মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টা ১০ মিনিটে স্থানীয় একটি নালা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘যে নালায় শিশুটি পড়ে গিয়েছিল, তাঁর পাশের ভবনের সংযোগ নালা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ওই নালায় আটকে ছিল শিশুটি।’ 

তিনি আরও বলেন, ‘গতকাল রোববার বিকেলে শিশুটি নালায় পড়ে যাওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ সকাল থেকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় নালায় ময়লা-আবর্জনা পরিষ্কার করার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মরদেহের সন্ধান পায়।’ 

গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ চট্টগ্রাম নগরের উত্তর রঙ্গীপাড়া এলাকায় কে এম হাশেম টাওয়ারের পাশে নালায় পড়ে যায় শিশু আরাফাত। সে স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ওই দিন বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করে। 

স্থানীয়রা জানায়, হালিশহর এলাকার ওই নালাটি আকারে বড় এবং সেখানে আবর্জনার স্তূপ আছে। সেখানে পড়ে গিয়ে তলিয়ে যায় শিশুটি। গত শনিবার রাতভর অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা রোববার দুপুর পর্যন্ত পানিতে তলিয়ে ছিল। যে খোলা নালায় শিশুটি পড়ে গিয়েছিল ওই নালা লাগোয়া সড়কে পানি উঠেছিল। তবে দুপুরের মধ্যে পানি নালায় নেমে যায়। 

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুন নগরীর ২ নম্বর গেট এলাকার চশমা খালে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে গিয়ে দুজনের মৃত্যু হয়। 

এরপর একই বছরের ২৫ আগস্ট নগরীর মুরাদপুর মোড়ে নালায় তলিয়ে নিখোঁজ হয়েছিলেন সালেহ আহমেদ নামে এক সবজি ব্যবসায়ী। ঘটনার পর টানা কয়েক দিন অভিযান চালিয়েও তাঁকে উদ্ধার করতে না পারায় একপর্যায়ে তৎপরতা বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। দুই বছর পেরিয়ে গেলেও তাঁর মরদেহ পাওয়া যায়নি আজ পর্যন্ত। 

একই বছরের ২৭ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদ এলাকায় ১৯ বছর বয়সী সেহেরীন মাহবুব সাদিয়া নালায় তলিয়ে যান। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের এই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় নিখোঁজের দিন রাতে। 

একের পর এক নালায় নিখোঁজের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, ‘নাগরিকদের প্রতি দায়িত্বশীল সংস্থাগুলোর অবহেলা ও অবজ্ঞার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। সংস্থাগুলো নিজেদের আখের গোছানোর জন্য মেগা প্রকল্পের মাধ্যমে মেগা লাভের কাজে ব্যস্ত।’ 

জবাবদিহির সংস্কৃতি না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে জানিয়ে আখতার কবির আরও বলেন, ‘এটা দুর্ঘটনা নয়, হত্যা। সিটি করপোরেশনের নালা-নর্দমা পরিষ্কার করার জন্য আমরা এত চিৎকার করার পরও মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। এভাবে চলতে পারে না। এই শিশুর মৃত্যুর পরও কি সিটি করপোরেশনের টনক নড়বে?’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল হাশেমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা